সিরাম ব্যবহারের নিয়ম জেনে নিন
সিরাম আসলে কী? সিরাম আপনার রূপচর্চায় দারুণ একটি সঙ্গী! সিরাম সাধারণত মুখে এবং চুলে ব্যবহার করা হয়।
সিরাম ব্যবহারের নিয়ম জেনে নিন কারণ এদের ধরণ, উপাদান ও ব্যবহার ভিন্ন ভিন্ন। বর্তমানে স্কিন কেয়ার করার জন্য সিরামের জনপ্রিয়তা মাত্রা ছাড়িয়েছে।
সিরাম কেন ব্যবহার করা হয়?
আসলে ত্বকের একেক সমস্যার জন্য একেকটি সিরাম তৈরি করা হয়েছে। ত্বকে ভাজ পড়ার জন্য বা এন্টি-এজিং এর জন্য এক রকম সিরাম, ত্বক ডাল হয়ে গেলে, একনি হলে, পিগমেন্ট হলে ভিন্ন ভিন্ন সিরাম।
কোন সমস্যায় কি সিরাম লাগাবেন তা জানতে আমাদের পরবর্তী আর্টিকেলটি পড়ুন।কারণ সিরাম আপনার ত্বকের জন্য বেস্ট মেডিসিন। জাদুর ছোট্ট শিশি যা আপনার ত্বককে রূপান্তরিত করতে পারে উজ্জ্বল, তারুণ্যময়, দাগমুক্ত, স্বাস্থ্যকর এবং সুন্দর ত্বকে।
এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কি জানেন কীভাবে ফেস সিরাম ব্যবহার করতে হয়? যদিও এটি জিজ্ঞাসা করা খোঁড়া প্রশ্ন মনে হতে পারে। তবে সত্যি হল যে, সবাই ফেস সিরাম ব্যবহার করার সঠিক নিয়ম জানে না বলেই এটির সর্বাধিক বেনিফিট পায় না। তাই সিরাম ব্যবহারের সঠিক নিয়ম অবলম্বন করাটা খুবই জরুরি।
সিরাম কখন ব্যবহার করতে হয়?
অনেকে মনে করে থাকেন যে সিরাম মশ্চারাইজারের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় - কথাটা একেবারেই ভুল।
ত্বকে সিরাম ব্যবহারের নিয়ম সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত তুলে ধরবো। ফেস সিরাম ব্যবহার করলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে স্বাস্থ্যকর, উজ্জ্বল এবং মসৃণ ত্বক পেতে পারেন -
ধাপ-১ঃ ড্রপার থেকে আপনার হাতের তালুতে অল্প পরিমাণ (প্রায় ৩-৪ ফোঁটা) ফেইস সিরাম নিন।
ধাপ-২ঃ সিরাম খুব বেশি না ঘষে আপনার হাতের তালুর মধ্যে ছড়িয়ে দিন।
ধাপ-৩ঃ ছোট এবং মৃদু ট্যাপিং মোশন ব্যবহার করে আপনার মুখ এবং ঘাড়ে সিরামটি লাগান। আপনার পরবর্তী স্কিনকেয়ার প্রডাক্ট ব্যবহারের আগে কয়েক মিনিট অপেক্ষা করুন।
ত্বকে সিরাম ব্যবহারের নিয়ম
ত্বকে সিরাম ব্যবহার করা আদতে কঠিন নয়। অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্ট যেমন ঘন ফেস ক্রিম এবং ময়েশ্চারাইজার প্রয়োগ করার জন্য আপনার ত্বকে ম্যাসাজ করা বা ঘষার প্রয়োজন হয়। তবে ফেইস সিরাম আপনার ত্বকে সম্পূর্ণরূপে প্রবেশ করার জন্য ছোট ট্যাপিং মোশনে আপনার মুখে প্রয়োগ করতে হবে।
সিরাম ব্যবহারের আগে ফেইস ভালোভাবে ধুয়ে এবং মুছে নিবেন। এরপর ত্বকের ধরণ অনুযায়ী ভালো একটি টোনার ব্যবহার করবেন। সিরাম লাগানোর পূর্বে টোনার দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।
সিরাম ত্বকে লাগিয়ে খুব বেশি ঘষাঘষি বা ম্যাসাজ করা যাবে না বরং ড্যাব করতে পারেন। কারণ সিরাম আপনার ত্বকে সহজেই শোষণ হয়ে যায়। ত্বকে সিরাম ব্যবহারের পরে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
সিরাম আর টোনার ব্যবহারের নিয়ম
ফেস সিরাম কীভাবে ব্যবহার করবেন তার উত্তর তো পেয়েছেন। আসুন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলা যাক - আপনার ত্বকের যত্নে কখন এটি ব্যবহার করা উচিত? ময়েশ্চারাইজারের আগে নাকি পরে? পাতলা বা লাইট ওয়েট প্রসাধনিগুলো প্রথমে ত্বকে যায় যেমনঃ টোনার ও সিরাম এগুলো সবসময় আগে ব্যবহার করতে হবে।
মুখের সিরাম ব্যবহার করার এই গুরুত্বপূর্ণ নিয়মটি মনে রাখবেন। তারপরে ময়েশ্চারাইজার এবং নাইট ক্রিমের মতো ঘন বা থিক কনসিসটেন্সির প্রোডাক্টে যান। এর কারণ হলো মোটা বা ঘন প্রডাক্ট গুলো ত্বকে আগে অ্যাপ্লাই করে ফেললে পাতলা বা তুলনামূলক তরল প্রোডাক্টগুলো সম্পূর্ণরূপে ফেইসে অ্যাবজর্ব বা শোষণ হতে পারে না। আশা করি Serum ব্যবহারের এই নিয়মটি বুঝতে পেরেছেন।
রাতে সিরাম ব্যবহারের নিয়ম
সারারাত সিরাম রেখে দেওয়াই আদর্শ পদ্ধতি! উপরে উল্লিখিত হিসাবে, সিরাম শোষণের জন্য সময় প্রয়োজন এবং আপনি যখন ঘুমান তখন ত্বকের শোষণ ক্ষমতা বেড়ে যায়। তাই আপনি যদি ঘুমাতে যাওয়ার আগে সিরাম লাগান তাহলে এটি ত্বকে দীর্ঘক্ষণ কাজ করার সময় পাবে এবং তা থেকে কার্যকরী একটি ফলাফল পাবেন।
সিরাম ব্যবহার করলে কি সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক?
অবশ্যই, সূর্যের আলোতে বের হওয়ার আগে আপনি সিরাম প্রয়োগ করার পরে সরাসরি সানস্ক্রিন লাগাতে পারেন। আসলে এটি আপনার ত্বকের যত্নে ডেইলি রুটিনে একটি সম্ভাব্য ফরম্যাট হিসেবে ট্রাই করতে পারেন। আপনি চাইলে সিরাম লাগানোর পরে ময়েশ্চারাইজার স্কিপ করে সানস্ক্রিন লাগাতে পারেন। এতে আপনার স্কিন ড্যামেজ হওয়া থেকে রক্ষা পাবে।
AHA BHA PHA যুক্ত সিরাম করলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত নইলে পরে লাভের চাইতে ক্ষতি বেশি হবে। ভিটামিন-সি অথবা Niacinamide Alpha Arbutin যুক্ত সিরাম এর সাথেও সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এতে করে সিরামের কার্যকারিতা বৃদ্ধি পাবে।
প্রতিদিন সিরাম ব্যবহার করা যাবে?
এর উত্তরটা আসলে আপেক্ষিক। কিছু কিছু সিরাম ডেইলি ইউজ করা যায় যেমনঃ নিয়াসিনামাইড সিরাম, ভিটামিন-সি সিরাম। তবে রেটিনল সিরাম সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করা ভালো।
তবে যেকোনো সিরাম ব্যবহারের আগে অবশ্যই ভালো ব্র্যান্ডটি যাচাই করে নিন। ভালো শপ থেকে ভালো মানের প্রোডাক্টটি কিনুন। আর অবশ্যই পরিষ্কার ত্বক ছাড়া কখনোই সিরাম ব্যবহার করবেন না।
শেষ কথা - সিরাম ব্যবহারের নিয়ম জেনে নিন
সিরাম ত্বকের আপনার জন্য দারুণ একটি টোটকা। তবে আমাদের দেশে ভেজালের শেষ নেই কাজেই সিরাম কেনার আগে অথেনটিক কিনা তা দেখে কিনবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার স্কিন টোনের সাথে যায় এমন সিরাম কিনবেন।
যদি আপনার স্কিনের জন্য কোন উপাদানের সিরাম বেস্ট তা না বুঝেন তাহএল কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এক্সপার্ট টিম উপাদানের নাম বলে দিবে। তবে কোন কোম্পানির সিরাম কিনবেন সেটি আপনার সিদ্ধান্ত।