৭ দিনে ওজন কমানোর কিটো ডায়েট চার্ট

১ দিনে গালে ব্রণ দূর করার উপায়

এত কম খাবার খেয়েও মুটিয়ে যাচ্ছেন কেন? রক্তে সুগার নিয়ন্ত্রনই হচ্ছে না? আপনাকে জানতে হবে ৭ দিনে ওজন কমানোর কিটো ডায়েট চার্ট

লো কার্ব ডায়েটঃ কিটো ডায়েটের বিস্তারিত, Low Carb Diet: Know the Keto Diet

সাধারণত শর্করা জাতীয় খাবার আপনার শরীরে ইনসুলিন রিলিজ বা নিঃসরণ করে। এই ইনসুলিন আপনার শরীরে ফ্যাট বা চর্বি ভাঙ্গতে বাধা দেয় এবং নতুন চর্বি তৈরীতে সাহায্য করে। এসব ক্ষেত্রে আপনাক শুরু করতে হবে লো কার্ব ডায়েট বা কিটো ডায়েট।

কিটো ডায়েট কি?

অধিংকাশ মানুষই আজকাল কিটো ডায়েট শুরু করেছেন ওজন কমানোর উদ্দেশ্যে অথবা রক্তে সুগারের পরিমান নিয়ন্ত্রণ করতে। কিটো ডায়েটে মূলত উচ্চ মাত্রার শর্করা জাতীয় খাবার বা চিনিযুক্ত খাবার সীমিতকরণ করা হয় এবং এর জায়গায় স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিনযুক্ত খাবার যুক্ত করা হয়। 

তবে কিটো ডায়েট বা লো-কার্ব ডায়েট সবার জন্য নয়। ওজন, উচ্চতা, শারীরিক সমস্যা, বিএমআই এবং খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে এক একজনের ডায়েট চার্ট এক একরকম হয়। তবে হঠাৎ করেই খুব কঠিন কোনও ডায়েট বেছে নেবেন না বা এমন কিছু করবেন না যাতে আপনি অভ্যস্ত নন। 

৭ দিনের কিটো ডায়েট কাদের জন্য?

যাদের কিডনী ভালো আছে তবে ডায়াবেটিসে ভুগছেন, পুরোপুরি সুস্থ্য তবে পরিশ্রম করেও মুটিয়ে যাচ্ছেন, BMI বেশী, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম (PCOS), হাইপোথাইরেডিজমে ভুগছেন তাদের জন্য কিটো ডায়েট বেশ উপযোগী।

কেন কিটো ডায়েট অন্যান্য ডায়েটিং পদ্ধতির তুলনায় দ্রুত ওজন হ্রাস করে?

তার কারণ হলো ইনসুলিন নিঃসরণ হ্রাস। ইনসুলিন চর্বি তৈরীতে সাহায্য করে এবং চর্বি ভাঙ্গতে দেয়না। আর এই ডায়েট ঠিক তার বিপরীতে কাজ করে।

আবার স্বাস্থ্যকর চর্বি এবং প্রোটিন ক্ষুধা নিবারণ করে, খাবারে তৃপ্তি আনে এবং বিপাকীয় ক্রিয়া বাড়িয়ে দেয়।

তবে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা অ্যাট চ্যাপেল হিলের মেজর ইভালুয়েশনের সহযোগী গবেষক সুস্মিতা হোসাইন খান বলেন, "কিটো ডায়েট ওজন কমাতে কার্যকরী হলেও আমাদের সতর্ক থাকতে হবে। হুট করে একদিন খাবার থেকে সব কার্বোহাইড্রেট বাদ দিলে সেটা শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে।"

৭ দিনে ওজন কমানোর কিটো ডায়েট চার্ট

সাধারণত, কিটো ডায়েটে কার্বোহাইড্রেট ৫%, প্রোটিন ২৫% এবং ফ্যাট ৭০% থাকে। এখন চলুন ৭ দিনের জন্য একটি কিটো ডায়েট চার্ট দেখে নিই - 

প্রথম দিন

  • সকালের নাস্তা: ২টি ডিম ভাজা মাখন দিয়ে
  • দুপুরের খাবার: সালাদ (পালং শাক, শসা, অলিভ অয়েল)
  • রাতের খাবার: গ্রিলড মুরগি বা মাছ
দ্বিতীয় দিন
  • সকালের নাস্তা: অ্যাভোকাডো ও ডিম
  • দুপুরের খাবার: ব্রকলি ও চিজ
  • রাতের খাবার: মাংসের স্টেক ও শাকসবজি
তৃতীয় দিন
  • সকালের নাস্তা: দুধ ছাড়া কফি ও বাদাম
  • দুপুরের খাবার: টুনা স্যালাড (টুনা, অলিভ অয়েল, লেবুর রস)
  • রাতের খাবার: মুরগির স্যুপ
চতুর্থ দিন
  • সকালের নাস্তা: চিজ ও সালামি
  • দুপুরের খাবার: পনিরের স্যালাড
  • রাতের খাবার: গ্রিলড ফিশ ও সবজি
পঞ্চম দিন
  • সকালের নাস্তা: মাখন দিয়ে ভাজা ডিম
  • দুপুরের খাবার: চিকেন স্যালাড
  • রাতের খাবার: বিফ স্টেক ও ব্রকলি
ষষ্ঠ দিন
  • সকালের নাস্তা: দুধ ছাড়া কফি ও পনির
  • দুপুরের খাবার: সালাদ (ক্যাপসিকাম, শসা, অলিভ অয়েল)
  • রাতের খাবার: গ্রিলড মুরগি বা মাছ
সপ্তম দিন
  • সকালের নাস্তা: অ্যাভোকাডো ও ডিম
  • দুপুরের খাবার: টুনা স্যালাড
  • রাতের খাবার: মাংসের স্টেক ও শাকসবজি

লো কার্ব ডায়েট ওজন কমাতে সাহায্য করার পাশাপাশি আরও কিছু উপকারে আসে। আপনি এই ডায়েটের সাহায্যে নিম্নবর্ণিত বিষয়ে উপকার পেয়ে থাকবেন -  

  • ওজন নিয়ন্ত্রণ করে।
  • টাইপ-২ ডায়াবেটিস এর ঝুঁকি কমায়।
  • হৃদরোগের ঝুঁকি কমায়।

গরিবের কিটো ডায়েট চার্ট

আমার মত নিম্নমধ্যবিত্তদের জন্য কম কার্বোহাইড্রেট এবং উচ্চমাত্রার ভালো স্নেহজাতীয়/ফ্যাট জাতীয় খাদ্য তালিকায় রাখা উচিত। দৈনিক কার্বোহাইড্রেট গ্রহণকে মোট ক্যালোরির ১০% বা প্রায় ২০-৫০ গ্রাম কার্বোহাইড্রেটের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। 

কিটো ডায়েট অলিভ অয়েল, পূর্ণ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার যেমনঃ মাখন/বাটার এবং নারকেল তেল এর মতো উচ্চ চর্বিযুক্ত উপাদানগুলি ব্যবহার করতেও উৎসাহিত করে। 

আপনাদের জন্য সুবিধার্থে কিটো ডায়েটের আরও দুইটি ধরন নিয়ে আলোচনা করবো। এতে করে আপনার জন্য পারফেক্ট প্ল্যান বাছাই করতে পারবেন। এগুলো হচ্ছে - 

অ্যাটকিনস ডায়েট

এই কম কার্বোহাইড্রেট এবং হাই প্রোটিন ডায়েটকে সাধারণত একাধিক ধাপে ভাগ করা হয় যা দৈনিক কার্বের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত হয়। অ্যাটকিনস ডায়েটের প্রথম পর্যায়ে কার্বোহাইড্রেটের পরিমাণ প্রতিদিন ২০-৪০ গ্রাম পর্যন্ত সীমাবদ্ধ থাকে। 

আপনি কোন ধরণটি বেছে নেবেন তার উপর নির্ভর করে। ডায়েটের সময়কাল ধরে আপনার গ্রহণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে তবে সাধারণত প্রতিদিন ১০০ গ্রামের বেশি যেন না হয়।

সাউথ বিচ ডায়েট

কার্বোহাইড্রেটের পরিমাণ কমানোর পাশাপাশি সাউথ বিচ ডায়েট চর্বিহীন মাংস এবং হার্ট-স্বাস্থ্যকর ফ্যাট খেতে উৎসাহিত করে।

কিটো ডায়েট খাবার তালিকা

কিটো ডায়েটের খাদ্য তালিকায় আমরা সকল মানুষের কথা চিন্তা করে কম খরচের খাবারগুলো রেখেছি। তাহলে চলুন খাদ্য তালিকা একনজরে দেখে নেওয়া যাক - 

১. এই ডায়েটে মূলত শর্করার পরিমাণ কমিয়ে ফেলতে হবে। যেমনঃ ভাত, আলু, রুটি, নুডুলস, পাস্তা, পিজ্জা, বন ইত্যাদি। তবে কমিয়ে ফেলা মানে কিন্তু একদম জিরো করে ফেলা নয়। শর্করা কিছুটা হলেও ডায়েটে রাখবেন যেমনঃ একটি রুটি বা হাফ কাপ ভাত বা একটি কলা।

২. সেই সাথে ভালো মানের স্বাস্থ্যকর স্নেহজাতীয় খাদ্য যেমনঃ বাদাম, চিজ, বাটার, তৈলাক্ত মাছ (যেমনঃ ইলিশ, বোয়াল, কোরাল, সেমন, সার্ডিন ও অন্যান্য)। তৈলের মধ্যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, নারিকেল তৈল এগুলো ভালো ফ্যাট যা আপনার রক্তের খারাপ কোলেস্টেরল কমাবে। তবে সয়াবন তৈল, গরুর চর্বি, ডালডা এগুলো খারাপ ফ্যাট তাই এগুলো সম্পূর্ণ নিষেধ।

৩. ভালো মানের প্রোটিন বা আমিষ জাতীয় খাবার খেতে হবে যেমনঃ মুরগীর মাংস, ডিম, দুধ, বিভিন্ন দেশী মাছ, মুসুর ডাল, মুগ ডাল, ছোলা এবং বিপুল পরিমানে শাক সবজি যেমনঃ পালং শাক, পুঁই শাক, ব্রোকলি, ফুলকপি, লাউ, বাঁধাকপি, সিম, ঢেড়শ ইত্যাদি। সবজির মধ্যে বাদ দিতে হবে আলু, মিষ্টি কুমড়া, ভুট্টা। ফলের মধ্যে আপেল, আঙুর, কলা, তরমুজ বাদে কিটো ডায়েটে বাকি সব ফল খাওয়া যাবে।

৪. প্রচুর পরিমানে পানি পান করতে হবে যাতে কিডনী ভালো থাকে। কারণ কিটো ডায়েটে বা লো কার্ব ডায়েটে কিডনীর উপর অনেক বেশী চাপ পড়ে।

কিটো ডায়েটের সাবধানতা - কিটো ডায়েটের অপকারিতা

কিটো ডায়েটের দীর্ঘমেয়াদী উপকারিতা সম্পর্কে অনেক বিতর্ক আছে। লো কার্ব ডায়েটে কিটোসিস, দীর্ঘমেয়াদী হৃদরোগের আশংকা, রক্তে কোলেস্টেরল বেড়ে যাওযা এবং কিডনীর প্রভাব সম্পর্কিত এবং শর্করা কম থাকার কারণে অনেকের মাথা ঘুরতে পারে, ক্লান্তি অনুভুত হতে পারে।

গ্লুকোজ বা শর্করা হলো আপনার ব্রেইনের প্রধান খাদ্য। তাই ব্রেইনকে সচল রাখতে কিটো বা লো-কার্ব ডায়েট করলেও জিরো কার্ব নয়। 

শেষ কথা - ওজন কমানোর কিটো ডায়েট চার্ট 

এই কিটো ডায়েট চার্ট অনুসরণ করে আপনি ৭ দিনে স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে পারবেন। তবে মনে রাখবেন যে দীর্ঘমেয়াদী ফলাফলের জন্য নিয়মিত খাদ্যাভ্যাস পরিবর্তন এবং শরীরচর্চা অপরিহার্য। কিটো ডায়েট করার সময় নিম্নোক্ত বিষয়গুলো মাথায় রাখবেন - 

  • প্রতিদিন অন্তত ১০-১২ গ্লাস পানি পান করতে হবে।
  • ভারী ব্যায়াম এড়িয়ে চলুন এবং হালকা হাঁটাহাঁটি করুন।
  • পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, কারণ এটি শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে সমর্থন করে।
  • যদি আপনি কোন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তবে এই ডায়েট শুরু করার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url